메뉴 건너뛰기

XEDITION

Board

ভোটার তথ্য যাচাই

FideliaCrouse297 2022.08.28 19:48 조회 수 : 0

নির্বাচনের আগে আপনার ভোটার তথ্য যাচাই করে নেওয়াটা খুবই দরকারী একটা কাজ। ঘরে বসে নিজে মোবাইলের মাধ্যমে সহজেই যে কোনো কারো ভোটার তথ্য দেখে করে নিতে পারেন সহজেই।

এজন্য আপনার দরকার হবে যার ভোটার তথ্য দেখতে চান তার ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ড।

ভোটার তথ্য যাচাই করার নতুন পদ্ধতি


 

ভোটার তথ্য যাচাই করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন ঃ



নিচে দেখানো পদ্ধতিতেই আপনারা ফরম বা ভোটার স্লিপ নাম্বার দিয়ে ভোটার তথ্য যাচাই করতে পারবেন না। তবে ন্যশনাল আইডি বা এন আই ডি কার্ড দিয়ে যাচাই করতে পারবেন।


১। প্রথমে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন


ভুমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক  করুন


২। প্রয়োজনীয় তথ্য পূরণ করুন


ভোটার তথ্য যাচাই করতে প্রথমে "মোবাইল নম্বর" এর ঘরে আপনার মোবাইল নাম্বার দিন। এরপর "জাতীয় পরিচয় পত্র" এর ঘরে আপনার  জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং "জন্ম তারিখ" এর ঘরে জন্ম তারিখ দিয়ে " পরবর্তী পদক্ষেপ " বাটনে ক্লিক করুন।


ভোটার তথ্য যাচাই


NID Details BD বা ভোটার তথ্য দেখুন

সঠিকভাবে ভূমি কর মন্ত্রণালয়ের নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ করে জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে নাম ও ছবিসহ ভোটার তথ্য দেখতে পাবেন। নিচে ওয়েব পেজ এর মত দেখতে পাবেন আপনার ভোটার তথ্য।


NID Check


জাতীয় পরিচয় পত্র যাচাই






আপনি যদি এর থেকে সহজ মাধ্যমে ভোটার তথ্য অনুসন্ধান বা যাচাই করতে চান তাহলে এসএমএস এর মাধ্যমে আপনার 10 সংখ্যার স্মার্ট কার্ডের তথ্য জানতে পারবেন 105 এ SMS করার মাধ্যমে।

 

আপনি কয়েকদিন আগে ভোটার হিসাবে নিবন্ধিত হয়েছেন কিন্তু ভোটার আইডি কার্ড পানি অথবা ভোটার আইডি কার্ডের তথ্য জানতে পারেননি এরকম হলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

 

নিবন্ধন স্লিপ দিয়ে ভোটার তথ্য দেখুন


যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু জাতীয় পরিচয় পত্র পাননি তারা ভোটার তথ্য যাচাই করার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে New Massage ক্লিক করুন। একটা নতুন মেসেজ লিখা শুরু হবে, প্রথমে SC লিখুন তারপর স্পেস দিয়ে F লিখুন, তারপর স্পেস দিয়ে ভোটার নিবন্ধন স্লিপ এর সিরিয়াল নাম্বার লিখুন, তারপর স্পেস দিয়ে D লিখুন, তারপর স্পেস দিয়ে জন্মতারিখ লিখুন। এবার এই এস এম এস 105 নম্বরে পাঠিয়ে দিন।

 

উদাহরণ SC <space> F <space> xlxxxxxx <space> D <space> YY-MM-DD

 

এসএমএস এর মাধ্যমে ভোটার তথ্য দেখুন


 

আপনি যখন এসএমএস পাঠাবেন তখন আপনার তথ্য যদি সঠিক থাকে ভোটার ফরম স্লিপ যদি ঠিক থাকে তাহলে সর্বোচ্চ ২৪ ঘন্টার ভিতরে আপনার ভোটার তথ্য জানতে পারবেন আশা করি। এসএমএস send করার আগে আপনার মোবাইলে যথেষ্ট ব্যালেন্স আছে কিনা যাচাই করে নিন।

 

ভোটার তথ্য যাচাইয়ের পুরাতন পদ্ধতি :


১। নিচের লিংকে ক্লিক করুন।

ভোটার তথ্য যাচাই করুন

২। জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর এর ঘরে এন আই ডি নাম্বার দিন।

৩। জন্ম তারিখ এর ঘরে এন আই ডি কার্ডে উল্লেখিত জন্ম তারিখ দিন।

৪। এরপরে একটা ঝাপসা ছবি দেখতে পাবেন। ছবিতে যা লিখা আছে সেটা ছবির নিচের ঘরে লিখুন।

৫। "ভোটার তথ্য দেখুন" -এ ক্লিক করুন।

৬। পাশেই আপনার ভোটার নং, সিরিয়াল নং, জাতীয় পরিচয়পত্র নম্বর, পিন, ভোটার এলাকা ইত্যাদি দেখতে পাবেন।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ২০২২

জন্ম নিবন্ধন করুন ঘরে বসে
번호 제목 글쓴이 날짜 조회 수
81537 Swedish Massage Therapy MargretMilano822423 2023.02.10 0
81536 Webcam Sex StaceyCausey2142716 2023.02.10 0
81535 A Look At Rouleete Slot Machine Software MildredHdz3869203 2023.02.10 0
81534 Gambling Habit: The Best Way To Steer Clear Of The Negative Side Effects Of Gambling MatildaBlanchette22 2023.02.10 0
81533 Langkah Daftar Account Di Situs Judi Online WillCurr287974220572 2023.02.10 0
81532 Find Out The Game Of Tai Sai JameAbreu045915 2023.02.10 0
81531 Ini Makna Utama Di Perjudian Slots Online AntwanPethebridge 2023.02.10 0
81530 The 4 Best Things About Roach BillyWhyte44378 2023.02.10 0
81529 Search Engine Marketing Sem Поисковый Маркетинг DennyFarrington62566 2023.02.10 0
81528 Your Latest Marketing Idea For Your Cafe Restaurant ElinorHuntsman31 2023.02.10 0
81527 Understanding Your Property Edge At Casinos WinnieStanfill47 2023.02.10 0
81526 سرمایش گلخانه StanKnetes56883311146 2023.02.10 0
81525 พาทำความรู้จัก เว็บหวย จากทาง Huaynaka.info เว็บหวยออนไลน์ ที่ให้ราคาดีที่สุด ต้อง หวยนาคา ที่รวมทุกหวยไว้ครบ CalvinBlalock07815694 2023.02.10 0
81524 Tempat Slots Daring Deposit Suku Bunga Kredit Termurah Casey89763329619518 2023.02.10 0
81523 Beragam Jenis Macam Slots Online ErrolCastello8201372 2023.02.10 0
81522 Hey! I've Got An Info About Korean 연예인출사 And Wanted To Share! KaiGuay921403162 2023.02.10 0
81521 Britain Has Been Urged To 'come Clean' After Apparently Covering Up The Role Of A Canadian Spy Accused Of Smuggling JoellenBirnie865 2023.02.10 0
81520 How I Improved My Shiitake Mushroom Extract In At Some Point RoseGoodrich3481397 2023.02.10 0
81519 Metode Transaksi Dalam Permainan Judi Online Hamish00E3276458731 2023.02.10 0
81518 Online Marketing In Coimbatore ReynaReal717714 2023.02.10 0
위로