메뉴 건너뛰기

XEDITION

Board

ভোটার তথ্য যাচাই

FideliaCrouse297 2022.08.28 19:48 조회 수 : 0

নির্বাচনের আগে আপনার ভোটার তথ্য যাচাই করে নেওয়াটা খুবই দরকারী একটা কাজ। ঘরে বসে নিজে মোবাইলের মাধ্যমে সহজেই যে কোনো কারো ভোটার তথ্য দেখে করে নিতে পারেন সহজেই।

এজন্য আপনার দরকার হবে যার ভোটার তথ্য দেখতে চান তার ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ড।

ভোটার তথ্য যাচাই করার নতুন পদ্ধতি


 

ভোটার তথ্য যাচাই করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন ঃ



নিচে দেখানো পদ্ধতিতেই আপনারা ফরম বা ভোটার স্লিপ নাম্বার দিয়ে ভোটার তথ্য যাচাই করতে পারবেন না। তবে ন্যশনাল আইডি বা এন আই ডি কার্ড দিয়ে যাচাই করতে পারবেন।


১। প্রথমে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন


ভুমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক  করুন


২। প্রয়োজনীয় তথ্য পূরণ করুন


ভোটার তথ্য যাচাই করতে প্রথমে "মোবাইল নম্বর" এর ঘরে আপনার মোবাইল নাম্বার দিন। এরপর "জাতীয় পরিচয় পত্র" এর ঘরে আপনার  জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং "জন্ম তারিখ" এর ঘরে জন্ম তারিখ দিয়ে " পরবর্তী পদক্ষেপ " বাটনে ক্লিক করুন।


ভোটার তথ্য যাচাই


NID Details BD বা ভোটার তথ্য দেখুন

সঠিকভাবে ভূমি কর মন্ত্রণালয়ের নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ করে জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে নাম ও ছবিসহ ভোটার তথ্য দেখতে পাবেন। নিচে ওয়েব পেজ এর মত দেখতে পাবেন আপনার ভোটার তথ্য।


NID Check


জাতীয় পরিচয় পত্র যাচাই






আপনি যদি এর থেকে সহজ মাধ্যমে ভোটার তথ্য অনুসন্ধান বা যাচাই করতে চান তাহলে এসএমএস এর মাধ্যমে আপনার 10 সংখ্যার স্মার্ট কার্ডের তথ্য জানতে পারবেন 105 এ SMS করার মাধ্যমে।

 

আপনি কয়েকদিন আগে ভোটার হিসাবে নিবন্ধিত হয়েছেন কিন্তু ভোটার আইডি কার্ড পানি অথবা ভোটার আইডি কার্ডের তথ্য জানতে পারেননি এরকম হলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

 

নিবন্ধন স্লিপ দিয়ে ভোটার তথ্য দেখুন


যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু জাতীয় পরিচয় পত্র পাননি তারা ভোটার তথ্য যাচাই করার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে New Massage ক্লিক করুন। একটা নতুন মেসেজ লিখা শুরু হবে, প্রথমে SC লিখুন তারপর স্পেস দিয়ে F লিখুন, তারপর স্পেস দিয়ে ভোটার নিবন্ধন স্লিপ এর সিরিয়াল নাম্বার লিখুন, তারপর স্পেস দিয়ে D লিখুন, তারপর স্পেস দিয়ে জন্মতারিখ লিখুন। এবার এই এস এম এস 105 নম্বরে পাঠিয়ে দিন।

 

উদাহরণ SC <space> F <space> xlxxxxxx <space> D <space> YY-MM-DD

 

এসএমএস এর মাধ্যমে ভোটার তথ্য দেখুন


 

আপনি যখন এসএমএস পাঠাবেন তখন আপনার তথ্য যদি সঠিক থাকে ভোটার ফরম স্লিপ যদি ঠিক থাকে তাহলে সর্বোচ্চ ২৪ ঘন্টার ভিতরে আপনার ভোটার তথ্য জানতে পারবেন আশা করি। এসএমএস send করার আগে আপনার মোবাইলে যথেষ্ট ব্যালেন্স আছে কিনা যাচাই করে নিন।

 

ভোটার তথ্য যাচাইয়ের পুরাতন পদ্ধতি :


১। নিচের লিংকে ক্লিক করুন।

ভোটার তথ্য যাচাই করুন

২। জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর এর ঘরে এন আই ডি নাম্বার দিন।

৩। জন্ম তারিখ এর ঘরে এন আই ডি কার্ডে উল্লেখিত জন্ম তারিখ দিন।

৪। এরপরে একটা ঝাপসা ছবি দেখতে পাবেন। ছবিতে যা লিখা আছে সেটা ছবির নিচের ঘরে লিখুন।

৫। "ভোটার তথ্য দেখুন" -এ ক্লিক করুন।

৬। পাশেই আপনার ভোটার নং, সিরিয়াল নং, জাতীয় পরিচয়পত্র নম্বর, পিন, ভোটার এলাকা ইত্যাদি দেখতে পাবেন।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ২০২২

জন্ম নিবন্ধন করুন ঘরে বসে
번호 제목 글쓴이 날짜 조회 수
66168 Youthful Wonderful Healthy Skin EmilRenner9620653 2022.07.25 0
66167 Metode Bermain Di Web Judi Online Untuk Pemula MiraBeauvais26671352 2022.07.25 0
66166 Restaurant Windows SMASHED Just Days After Spat With Trans Activists IVWHannah291089411 2022.07.25 0
66165 Heard Of The Nice DIOR BS Theory? Here Is A Good Example UIXLavada1461953633 2022.07.25 0
66164 Step By Step Guidance On Cryptocurrency Trading KristineMacDevitt787 2022.07.25 0
66163 Shop At Scholastic For Educational Supplies EmeliaTan10160312830 2022.07.25 0
66162 6 Ways Webcam Porn Tubes Will Help You Get More Business SenaidaBickersteth1 2022.07.25 0
66161 Mother On A Mission Over Regional Health ECBShari67523367 2022.07.25 0
66160 Обзор Покер Рума Pokerdom Lily2105621592660 2022.07.25 0
66159 Voordelen Van Een Oplaadbare LaserTip ZaneCintron58967233 2022.07.25 0
66158 Heard Of The Body Massage Rehovot Effect? Here It Is AlenaGrice150849 2022.07.25 0
66157 Situs Judi Slot Deposit Pulsa StephaineHeathershaw 2022.07.25 0
66156 Casino Games With The Best Odds DonteStroup2893 2022.07.25 0
66155 5 Actions To Turn Your Website Into Your Reception ImogenGruenewald9486 2022.07.25 0
66154 My Title LizetteMock18470334 2022.07.25 0
66153 My Title LizetteMock18470334 2022.07.25 0
66152 Article Marketing On Steroids ImogenGruenewald9486 2022.07.25 0
66151 พวกเราเป็นผู้ให้บริการ BETFLIX เว็บสล็อต FletaMackersey6 2022.07.25 0
66150 سئو چیست ؟ ElmerShipp25120031393 2022.07.25 0
66149 Seven Great Gift Tips For Any Occasion SanfordCoveny7859 2022.07.25 0
위로